নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গাইবান্ধা জেলার দাওয়াহ শাখার প্রধানকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া জেএমবিপ্রধানের নাম মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮)। গতকাল বুধবার রাতে নরসিংদীর মাধবদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি সাত বছর ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, পরোয়ানাভুক্ত আসামি আফজাল হোসেন ওরফে লিমনের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ২০১৬ সালে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছিল। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপনে বৈঠক করার সময় গোবিন্দগঞ্জ থানার পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আসামি আফজাল হোসেন লিমন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি দীর্ঘ সাত বছর যাবৎ নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তিনি জঙ্গিবাদের বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এটিইউর মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান আরও জানান, আফজাল ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখার প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী ছিলেন। ২০১৬ সালে তিনি চট্টগ্রামে গিয়ে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এন্টি টেররিজম ইউনিট তাঁর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল।
আফজাল হোসেন ওরফে লিমনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গাইবান্ধা জেলার দাওয়াহ শাখার প্রধানকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।
মোহাম্মদ আসলাম খান জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া জেএমবিপ্রধানের নাম মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮)। গতকাল বুধবার রাতে নরসিংদীর মাধবদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি সাত বছর ধরে আত্মগোপনে ছিলেন। তাঁর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়।
পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, পরোয়ানাভুক্ত আসামি আফজাল হোসেন ওরফে লিমনের বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় ২০১৬ সালে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছিল। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গোপনে বৈঠক করার সময় গোবিন্দগঞ্জ থানার পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আসামি আফজাল হোসেন লিমন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি দীর্ঘ সাত বছর যাবৎ নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিলেন। তিনি জঙ্গিবাদের বিস্তার এবং অংশগ্রহণসহ বিভিন্ন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
এটিইউর মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান আরও জানান, আফজাল ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলার জেএমবির দাওয়াহ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখার প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজিব গান্ধী এবং দাওয়াহ শাখার প্রধান সাদ ওরফে রতনের একান্ত সহযোগী ছিলেন। ২০১৬ সালে তিনি চট্টগ্রামে গিয়ে নাশকতার পরিকল্পনা করেছিলেন। এন্টি টেররিজম ইউনিট তাঁর বিরুদ্ধে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে দীর্ঘদিন যাবৎ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল।
আফজাল হোসেন ওরফে লিমনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ দিতে প্রতিষ্ঠিত হয়েছে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি। কিন্তু গত দুই বছরেও সেখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। প্রতিষ্ঠানটিতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের সাবেক ও বর্তমান দুই ইউপি সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২ আগস্ট) সকালে ইউনিয়নের ইজারকান্দি গ্রামের তোফাজ্জল হোসেন এবং হক মিয়ার বাড়িতে এ হামলা হয়।
৩ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার এলাকার টেলিকমের দোকানে দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে অংশ নেয় সাতজন। তাদের ধরতে ডিবিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম।
৩ ঘণ্টা আগেটাঙ্গাইলে মাছ ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে শহর বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।
৩ ঘণ্টা আগে