সৌরবিদ্যুতে গভীর নলকূপ কমেছে সেচের খরচ
গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের রাওনা গ্রামে বোরো ধান আবাদে সেচকাজে ব্যবহার হচ্ছে সৌরবিদ্যুৎ চালিত গভীর নলকূপ। এতে কৃষকদের সেচ খরচ কমেছে, সেই সঙ্গে পানির সরবরাহও নিশ্চিত হয়েছে। বিএডিসির ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে রাওনা গ্রামে সোলার প্যানেলের সাহায্যে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।