বলিউডে যে অভিনেত্রীদের একাধিক প্রেম হলো, বিয়েথা করলেন না
প্রচলিত ধ্যানধারণায় নারী-পুরুষের জীবনে বিয়েকে সম্পর্কের পূর্ণতা হিসেবে মনে করেন অনেকে। ব্যক্তিজীবনে সাফল্যের বাইরেও বিয়ে না করলে যেন ‘কিছু একটা বাকি থেকে গেছে’ ভেবে ভ্রু কুঁচকে যায় তাঁদের! এরই বিপরীতে সাফল্য, সম্মান, মর্যাদা—সবই আছে, প্রেমও করেছেন একাধিক; কিন্তু বিয়ে করেননি, এমন বেশ কয়েকজন অভিনেত্রী