খুলনা বিশ্ববিদ্যালয়ে বইপড়া উৎসব ‘বইপোকার সন্ধানে ২.০’ অনুষ্ঠিত
‘মূল্যবোধের বিকাশে, বই যেন থাকে পাশে’ স্লোগানকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (কেইউসিসি) দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে জাতীয় বইপড়া উৎসব ‘বইপোকার সন্ধানে ২.০’। করোনা মহামারিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দীর্ঘ বন্ধের মধ্যে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তিতে রাখতে ও বইমুখী করতে কেইউসিসি এ আয়োজ