প্রতিনিধি, খুবি
করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন–সংকট কমাতে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) যৌথ উদ্যোগে চালু হয়েছে 'রোটার্যাক্ট কুয়া অক্সিজেন ব্যাংক’। প্রাথমিক পর্যায়ে ১১টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরু করেছে তারা।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাহমুদ হোসেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘ইতিমধ্যে রোটার্যাক্ট ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যাঁরা আছেন, তাঁরা বেশ কিছু সিলিন্ডার সংগ্রহ করেছেন। এটি একটি মহতী উদ্যোগ। ছাত্ররা এবং কুয়াকে যাঁরা সমর্থন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই।'
তিনি আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন রয়েছে কিন্তু রোটার্যাক্ট ক্লাব যাঁরা করেন, তাঁদের কাজকর্ম সব সময় ভিন্ন। মানবতার সেবায় তাঁরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এটা বড় একটি গুণ। আমি আশা করব তাঁরা তাঁদের পরবর্তী কর্মজীবনে এ কাজগুলো অব্যাহত রাখবেন।’ তিনি রোটার্যাক্ট ক্লাব ও কুয়ার এ মহতী উদ্যোগের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. নাসিফ আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক মো. আনিসুর রহমান, অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. মতিউল ইসলাম ও সাবেক প্রেসিডেন্ট তেহসিন আশরাফ প্রত্যয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাহামুদুল হাসান ও কুয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রেজা। সঞ্চালনায় ছিলেন রোটার্যাক্টর সাদিয়া তাবাসসুম।
অপরদিকে সংগঠন সূত্রে জানা যায়, এর মধ্যে ১১টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহে রয়েছে তাদের। প্রাথমিকভাবে এই অক্সিজেন ব্যাংকের আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, রোটার্যাক্ট ও রোটারিয়ানদের কাছে অক্সিজেন সরবরাহ করা হবে।
সংগঠনের সদস্যরা জানান, এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলোকে ত্রাণ দেওয়ার পাশাপাশি বহুভাবে সহায়তা করে আসছিল খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে অক্সিজেন ব্যাংক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে করোনায় আক্রান্ত নিরুপায় ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতেই এই নতুন কর্মসূচি চালু হচ্ছে।
সবার দেওয়া অর্থ দিয়েই করোনা আক্রান্ত নিরুপায় রোগী ও তাঁদের স্বজনের কাছে বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানান তাঁরা। এই উদ্যোগে শামিল হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
করোনার দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন–সংকট কমাতে রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুয়া) যৌথ উদ্যোগে চালু হয়েছে 'রোটার্যাক্ট কুয়া অক্সিজেন ব্যাংক’। প্রাথমিক পর্যায়ে ১১টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কার্যক্রম শুরু করেছে তারা।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় এই অক্সিজেন ব্যাংকের উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাহমুদ হোসেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ‘ইতিমধ্যে রোটার্যাক্ট ক্লাব ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যাঁরা আছেন, তাঁরা বেশ কিছু সিলিন্ডার সংগ্রহ করেছেন। এটি একটি মহতী উদ্যোগ। ছাত্ররা এবং কুয়াকে যাঁরা সমর্থন করেছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই।'
তিনি আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে অনেক সংগঠন রয়েছে কিন্তু রোটার্যাক্ট ক্লাব যাঁরা করেন, তাঁদের কাজকর্ম সব সময় ভিন্ন। মানবতার সেবায় তাঁরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এটা বড় একটি গুণ। আমি আশা করব তাঁরা তাঁদের পরবর্তী কর্মজীবনে এ কাজগুলো অব্যাহত রাখবেন।’ তিনি রোটার্যাক্ট ক্লাব ও কুয়ার এ মহতী উদ্যোগের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজবিজ্ঞান স্কুলের ডিন অধ্যাপক মো. নাসিফ আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের অধ্যাপক মো. আনিসুর রহমান, অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. মতিউল ইসলাম ও সাবেক প্রেসিডেন্ট তেহসিন আশরাফ প্রত্যয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটার্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাহামুদুল হাসান ও কুয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রেজা। সঞ্চালনায় ছিলেন রোটার্যাক্টর সাদিয়া তাবাসসুম।
অপরদিকে সংগঠন সূত্রে জানা যায়, এর মধ্যে ১১টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহে রয়েছে তাদের। প্রাথমিকভাবে এই অক্সিজেন ব্যাংকের আওতায় অগ্রাধিকারের ভিত্তিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রাক্তন শিক্ষার্থী, রোটার্যাক্ট ও রোটারিয়ানদের কাছে অক্সিজেন সরবরাহ করা হবে।
সংগঠনের সদস্যরা জানান, এই কঠিন সময়ে অসহায় পরিবারগুলোকে ত্রাণ দেওয়ার পাশাপাশি বহুভাবে সহায়তা করে আসছিল খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব ও খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে অক্সিজেন ব্যাংক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে করোনায় আক্রান্ত নিরুপায় ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়ে বিনা মূল্যে অক্সিজেন সরবরাহ করতেই এই নতুন কর্মসূচি চালু হচ্ছে।
সবার দেওয়া অর্থ দিয়েই করোনা আক্রান্ত নিরুপায় রোগী ও তাঁদের স্বজনের কাছে বিনা মূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে বলে জানান তাঁরা। এই উদ্যোগে শামিল হতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনেও ইসলামী ছাত্রশিবিরের ভূমিধস বিজয় এবং জাতীয়তাবাদী ছাত্রদলের পরাজয় রাজনৈতিক অঙ্গনে নতুন হিসাবনিকাশের জন্ম দিয়েছে। এই হিসাবনিকাশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব নিয়ে।
৫ মিনিট আগেচলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় ফলে বিপর্যয়ের কারণে স্নাতক ও সমমান পর্যায়ে পৌনে ১১ লাখ আসনই ফাঁকা থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশ কিছু কলেজ ও জোড়াতালি দিয়ে চলা বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংকটে পড়বে।
৩৫ মিনিট আগেতারুণ্যের উদ্দীপনায় তিন দিন ধরে মুখর ছিল গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় আয়োজন ‘গ্রিন ফেস্ট ২.০’ অনুষ্ঠিত হয় ১৫ থেকে ১৭ অক্টোবর। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজ, সাংস্কৃতিক সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
৮ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন ইউনিভার্সিটি ট্রাস্টি স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বৃত্তিটি সক্রিয় থাকবে।
১৯ ঘণ্টা আগে