Ajker Patrika

খুবিতে ১৮ দিনের ছুটি ঘোষণা

প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যালয়
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৯: ৩১
খুবিতে ১৮ দিনের ছুটি ঘোষণা

পবিত্র ঈদ-উল-আজহা ও করোনা সংক্রমণ রোধে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক বিধি-নিষেধের প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসের দেওয়া এ বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদ-উল-আজহা ও করোনা সংক্রমণ রোধে আগামী ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত খুবি বন্ধ থাকবে। তবে জরুরি বিভাগসমূহ (বিদ্যুৎ, পানি, নিরাপত্তা, মেডিকেল সেন্টার ও এস্টেট শাখা) যথারীতি তাদের কার্যক্রম চালু রাখবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বর্তমান পরিস্থিতির কারণে সকলকে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করার জন্য বলা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...