সীতাকুণ্ডে খাদ্যসংকটে বন ছেড়ে লোকালয়ে বন্যপ্রাণী
একটা সময় বন-জঙ্গলে ঘেরা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়। আর সেখানে প্রতিনিয়ত বিচরণ করত বাঘ, বানর, হরিণ, বনবিড়াল, ভালুক, শূকর ও বিভিন্ন ধরনের বিষাক্ত সাপ। পাশাপাশি টিয়া, তোতা, শালিক, মাছরাঙা, দোয়েল পাখিসহ নাম-না জানা নানা ধরনের পাখপাখালির কলতানে মুখর থাকত এ পাহাড়। কিন্তু দিন দিন এর আশপাশে বাড়ছে জনসংখ