অনলাইন ডেস্ক
অভাবের তাড়নায় খাদ্য বস্ত্রের ন্যূনতম চাহিদা মেটাতে নিজেদের সন্তান, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছেন আফগানরা। জাতিসংঘে নিযুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড ব্যাসলি জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।
২০ বছরের টানা যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি এবং অবকাঠামো বিধ্বস্ত। তার ওপর যুক্ত হয়েছে খরা এবং করোনা মহামারির মতো বিষয়। ফলে দেশটিতে খাদ্য এবং অন্যান্য মৌলিক উপকরণের অভাবে বিপর্যস্ত মানবজীবন। এই বিপর্যয় মোকাবিলায় আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন ডেভিড ব্যাসলি।
আফগানিস্তানের অন্তত ২ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্যাভাবের মধ্য দিয়ে যাচ্ছেন। মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দুর্ভিক্ষের শিকার হবেন এই বছর এবং অন্তত ৯৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন।
আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি বলেন, ‘বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে দেশটি তীব্র বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে। দেশটির প্রায় ৪ কোটি মানুষের মধ্যে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।’
ওই সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি জানান তিনি এক আফগান নারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যে কিনা ক্ষুধার তাড়নায় তাঁর নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ওই নারীর আশা, তিনি যেখানে তার কন্যাকে বিক্রি করেছেন তাঁরা হয়তো তার কন্যাকে ভালো খাদ্য বস্ত্র দিতে পারবে।
বিশ্বের বিত্তশালী ব্যক্তিদের কাছে দেশটির অবস্থা উত্তরণের আহ্বান জানিয়ে ডেভিড ব্যাসলি জানান, প্রতিদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ৫.২ বিলিয়ন ডলার করে বাড়ছে অথচ আফগানিস্তানের মানুষ খাবার পাচ্ছেন না।
অভাবের তাড়নায় খাদ্য বস্ত্রের ন্যূনতম চাহিদা মেটাতে নিজেদের সন্তান, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করছেন আফগানরা। জাতিসংঘে নিযুক্ত বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান ডেভিড ব্যাসলি জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন।
২০ বছরের টানা যুদ্ধের ফলে দেশটির অর্থনীতি এবং অবকাঠামো বিধ্বস্ত। তার ওপর যুক্ত হয়েছে খরা এবং করোনা মহামারির মতো বিষয়। ফলে দেশটিতে খাদ্য এবং অন্যান্য মৌলিক উপকরণের অভাবে বিপর্যস্ত মানবজীবন। এই বিপর্যয় মোকাবিলায় আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেছেন ডেভিড ব্যাসলি।
আফগানিস্তানের অন্তত ২ কোটি ৪০ লাখ মানুষ তীব্র খাদ্যাভাবের মধ্য দিয়ে যাচ্ছেন। মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি দুর্ভিক্ষের শিকার হবেন এই বছর এবং অন্তত ৯৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন।
আফগানিস্তানের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি বলেন, ‘বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে একটি। বর্তমানে দেশটি তীব্র বিপর্যয়কর অবস্থার মধ্য দিয়ে। দেশটির প্রায় ৪ কোটি মানুষের মধ্যে প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি।’
ওই সাক্ষাৎকারে ডেভিড ব্যাসলি জানান তিনি এক আফগান নারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন যে কিনা ক্ষুধার তাড়নায় তাঁর নিজের সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছেন। ওই নারীর আশা, তিনি যেখানে তার কন্যাকে বিক্রি করেছেন তাঁরা হয়তো তার কন্যাকে ভালো খাদ্য বস্ত্র দিতে পারবে।
বিশ্বের বিত্তশালী ব্যক্তিদের কাছে দেশটির অবস্থা উত্তরণের আহ্বান জানিয়ে ডেভিড ব্যাসলি জানান, প্রতিদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ৫.২ বিলিয়ন ডলার করে বাড়ছে অথচ আফগানিস্তানের মানুষ খাবার পাচ্ছেন না।
সম্প্রতি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ ছিল যুক্তরাষ্ট্রের; যা বিশ্বের দ্বিতীয় বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশ ফ্রান্সের তুলনায় চার গুণ বেশি। আগের পাঁচ বছরে (২০১৫-১৯) এই হার ছিল ৩
৩৬ মিনিট আগেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের প্রতিক্রিয়ায় কানাডার অন্টারিও রাজ্যের প্রধানমন্ত্রী ডগ ফোর্ড ঘোষণা করেছেন—আজ সোমবার থেকেই যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বিদ্যুতের ওপর ২৫ শতাংশ শুল্ক বৃদ্ধি কার্যকর হবে।
১ ঘণ্টা আগেপ্রিন্স রবার্ট গত ৭ মার্চ এক বিবৃতিতে ছেলের মৃত্যুর খবরটি জানান। বিবৃতিটি ‘পোলগ ফাউন্ডেশন’-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সদ্য প্রয়াত রাজপুত্র ফ্রেডেরিকই ২০২২ সালে এই ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মৃত্যুর আগে তিনি ওই প্রতিষ্ঠানে একজন সৃজনশীল পরিচালক হিসেবে কাজ করছিলেন।
২ ঘণ্টা আগেভূমধ্যসাগরের তীরে অবস্থিত সিরিয়ার উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তার্তুস গত কয়েক দিনে সাক্ষাৎ নরকে পরিণত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত সশস্ত্র গোষ্ঠীর মধ্যকার ভয়াবহ সংঘর্ষে এই দুই প্রদেশ কার্যত বিধ্বস্ত। চার দিনের এই রক্তক্ষয়ী সংঘাত শেষে সরকারি বাহিনীর অভিযান সমাপ্ত ঘোষণা
২ ঘণ্টা আগে