কনিষ্ঠদের গল্প কেউ বলে না
পরিবারের কনিষ্ঠ সন্তান—কথাটা শোনার পর বা পড়ার পর কমবেশি সবারই চোখের সামনে যে দৃশ্যপট ভেসে ওঠে বা মস্তিষ্কে যে শব্দেরা খেলে বেড়ায় তা হলো—সবার আদরে উচ্ছন্নে যাওয়া দুষ্ট, নাছোড়বান্দা, একগুঁয়ে, উচ্ছৃঙ্খল, বেয়াদব এক চরিত্র। তা ছেলেও হতে পারে বা মেয়েও হতে পারে। এই চরিত্রের কোনো কাজই যেন কাজ নয়। কোনো প্রসঙ