আমাদের দরকার বাংলাদেশের কোচ, বলছেন মাশরাফি
দেশে খেলোয়াড় তৈরির কারিগর বলা হয় মোহাম্মদ সালাউদ্দিন, সারোয়ার ইমরান, নাজমুল আবেদীন ফাহিমদের। আজকের সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা তো তাঁদেরই হাতে গড়া। অথচ বিখ্যাত এই কোচদের ওপর আস্থা রাখতে পারে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।