Ajker Patrika

ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়াবর্ধনে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৯: ১৯
ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জয়াবর্ধনে

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় কোচ হিসেবে রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষের পর আর চুক্তি চুক্তি নবায়ন করতে আগ্রহী নন শাস্ত্রী নিজেই। এরই মধ্যে তাঁর জায়গায় নতুন কোচ খুঁজতে শুরু করেছে ভারতীয় বোর্ড (বিসিসিআই)। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন মাহেলা জয়াবর্ধনে।

তবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জয়াবর্ধনে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীলঙ্কা ও মুম্বাই ইন্ডিয়ানসের বাইরে আপাতত অন্য কোনো দলের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন না তিনি। বিসিসিআইয়ের নিয়মে অবশ্য ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া কেউ অন্য কোনো দায়িত্বে থাকতে পারবেন না। কিন্তু জয়াবর্ধনে মুম্বাই ইন্ডিয়ানসেরও দায়িত্ব থাকতে আগ্রহী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, জয়াবর্ধনেকে না পাওয়া গেলে অনিল কুম্বলেকে নিয়ে ভাবছে বিসিসিআই। দ্বিতীয় মেয়াদে শাস্ত্রীর ভারতের কোচ হওয়ার আগে কুম্বলেই ছিলেন ভারতের কোচের দায়িত্বে। যদিও তখন মেয়াদ শেষ হওয়ার আগেই কুম্বলেকে কচের পথ থেকে সরিয়ে হয়েছিল। এরপরই দায়িত্বে এসেছিলেন শাস্ত্রী। চার বছর পর সেই কুম্বলেই এখন ভারতের কোচের হওয়ার পথে এগিয়ে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত