শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত অনুমোদন
শরীয়তপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 'শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়' স্থাপন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করার পর খসড়া আইন প্রণয়নের জন্য মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে চিঠি দেওয়া হয়েছে।