দুবলারচরের শুঁটকিপল্লি নিয়ে সিকৃবির গবেষণা
বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলারচরে গড়ে উঠেছে বিশাল শুঁটকিপল্লি। লইট্টা, ছুরি, চিংড়ি, রুপচাঁদা, খলিশা, ইছা, ভেদা, পোয়াসহ অন্তত ১০০ প্রজাতির শুঁটকি তৈরি হয় এ পল্লিতে। বর্তমানে বাংলাদেশের শুঁটকি অর্থনীতির কেন্দ্র এটি।