অতিরিক্ত তাপে বোরো খেত ফেটে চৌচির
অতিরিক্ত তাপমাত্রায় পুড়ছে মৌলভীবাজারের কুলাউড়ার বোরোখেত। ধানের শিষ হলুদ ও লালচে রং ধারণ করেছে। এদিকে পানির সংকটে ফসলি জমি ফেটে চৌচির হয়ে গেছে। তিন সপ্তাহ ধরে অতিরিক্ত তাপমাত্রায় ধানে হিটশকের শঙ্কা দেখা দিয়েছে। এতে উৎপাদন কমার আশঙ্কা করছেন কৃষকেরা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।