১৫০ কিলোমিটারের পদযাত্রা
জনসচেতনতা বাড়াতে ১৫০ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেওয়া শুরু করেছেন রংপুরের তিন রোভার স্কাউট সদস্য। ‘প্রজন্মের দীক্ষা-কারিগরি শিক্ষা, পলিথিনের সর্ব গ্রাস-পরিবেশের সর্বনাশ, করোনা শেষ হবার নয়-সচেতনতায় সুরক্ষা হয়’- এই থিম নিয়ে তাঁরা পদযাত্রা করছেন। যাত্রা পথে তাঁরা জনগণকে এসব বিষয়ে সচেতন করবেন।