খুলনায় ফেনসিডিলের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
খুলনায় মাদক মামলার আসামি মো. মমিনুর রহমান ওরফে মোহন (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামি যশোর জেলার পালবাড়ি মূর্তির মোড়ের বাসিন্দা মো. শাহাজাহান আলীর ছেলে।