Ajker Patrika

শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, অর্থদণ্ড আদায়ে সম্পদ বিক্রির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মে ২০২৫, ১২: ৫৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম সজীব ব্যাপারী। তিনি বরিশালের কাজীরহাট থানার কাদিরাবাদের বাসিন্দা।

ট্রাইব্যুনাল রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সজীবকে ১ লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে বলে রায়ে বলা হয়েছে। তার পরও তাঁকে জরিমানার টাকা গুনতে হবে। আসামির স্থাবর/অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দিতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় সজীব ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, ৬ ও ২ বছর বয়সী দুই সন্তান নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জে ভাড়া থাকতেন মামলার বাদী। ২০২০ সালের ৫ মে বাসায় দুই সন্তানকে রেখে তিনি রিকশা নিয়ে বের হন এবং তাঁর স্ত্রী অন্যের বাসায় কাজে যান। এদিন দুপুরে আসামি সজীব বাদীর দুই সন্তানকে বাসার সামনে থেকে তাঁর বাসায় নিয়ে যান। সেখানে ৬ বছরের শিশুটিকে ধর্ষণ করেন। শিশুটি কান্নাকাটি করলে সজীব তাদের বাসা থেকে বের করে দেন।

শিশুটি এ ঘটনা মাকে জানালে তিনি তাঁর স্বামীকে জানান। ১৩ মে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। ওই দিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়। গ্রেপ্তার হওয়ার পর সজীব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২৯ আগস্ট চার্জশিট দাখিল করেন উপপরিদর্শক সঞ্জয় মালো। মামলার বিচার চলাকালে সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্দর-করিডর আপনার এখতিয়ারে নেই, বিদেশি উপদেষ্টাকে বিদায় করুন: ইউনূসকে সালাহউদ্দিন

জামায়াতের কেউ ইমাম-মুয়াজ্জিন হতে পারবে না: আটঘরিয়ায় হাবিব

আলটিমেটাম শেষ হওয়ার আগেই আসতে পারে অন্তর্বর্তী প্রশাসনের ঘোষণা

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৮ হাজার কোটি টাকার প্রকল্প স্থবির

দায়িত্ব পেয়েই ‘অনিয়ম-দুর্নীতিতে’ মাসুদ রানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত