একটি সেতুর অভাবে বিচ্ছিন্ন দুই গ্রাম
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন তরগাঁও ও সাফাইশ্রী গ্ৰামের বাসিন্দারা। গতকাল শনিবার বিকেলে সাফাইশ্রী নদীর ঘাট এলাকায় এ মানববন্ধন হয়। তাঁদের দাবি, বানার নদের ওপর সেতু নির্মাণ করে তরগাঁও গ্ৰামের সঙ্গে সাফাইশ্রী গ্ৰামের যোগাযোগ স্থাপিত হোক। এই কর্মসূচিতে দুই গ্