কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন তরগাঁও ও সাফাইশ্রী গ্ৰামের বাসিন্দারা। গতকাল শনিবার বিকেলে সাফাইশ্রী নদীর ঘাট এলাকায় এ মানববন্ধন হয়। তাঁদের দাবি, বানার নদের ওপর সেতু নির্মাণ করে তরগাঁও গ্ৰামের সঙ্গে সাফাইশ্রী গ্ৰামের যোগাযোগ স্থাপিত হোক। এই কর্মসূচিতে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন।
এদিকে, সেতু নির্মাণের বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, সেতু নির্মাণের বিষয়ে স্থানীয়দের করা আবেদনপত্র পেয়েছেন। প্রাথমিক পর্যায়ে সেতু নির্মাণের গুরুত্ব যাচাই করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সেতুর অভাবে বানার নদের দুই পারের দুই গ্ৰাম তরগাঁও ও সাফাইশ্রী বিচ্ছিন্ন। এর জন্য দুই পারের মানুষের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই এই দুই গ্রামকে সড়কপথে যুক্ত করতে সেতুর দাবি দীর্ঘদিনের।
সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ গনি বলেন, নদীর দুই পারের মানুষ কষ্ট করে নৌকায় যাতায়াত করে। সেতুটি তৈরি হলে দুই পারের বাসিন্দাসহ কাপাসিয়া থেকে পাশের নরসিংদী জেলার মনোহরদী পর্যন্ত মানুষের চলাচলে ব্যাপক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন বলেন, প্রতিদিন সাফাইশ্রী থেকে তরগাঁও যেতে নদটি নৌকায় পার হয় অনেক মানুষ। এতে সময় যেমন নষ্ট হয়, তেমনি খরচও বেড়ে যায়। তাই যৌক্তিক দাবি নিয়ে তাঁদের আজকের মানববন্ধন। এলাকার প্রবীণ রেনু মিয়া বলেন, এলাকাবাসীর বহু দিনের চাওয়া সেখানে একটি সেতু হবে। এলাকাবাসী কাপাসিয়া সদরে সহজে আসা-যাওয়া করতে পারবেন। এ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে কিন্তু কাজ হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনাময় কাপাসিয়ার দুই পাড়ের মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করতে সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘আমরা আগেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এখানে সেতু তৈরির জন্য আবেদন পেয়েছি। প্রাথমিক পর্যায়ে সেখানে সেতু তৈরির গুরুত্ব যাচাই করা হচ্ছে। পরে এ-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
গাজীপুরের কাপাসিয়ায় বানার নদের ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন তরগাঁও ও সাফাইশ্রী গ্ৰামের বাসিন্দারা। গতকাল শনিবার বিকেলে সাফাইশ্রী নদীর ঘাট এলাকায় এ মানববন্ধন হয়। তাঁদের দাবি, বানার নদের ওপর সেতু নির্মাণ করে তরগাঁও গ্ৰামের সঙ্গে সাফাইশ্রী গ্ৰামের যোগাযোগ স্থাপিত হোক। এই কর্মসূচিতে দুই গ্রামের দুই শতাধিক মানুষ অংশ নেন।
এদিকে, সেতু নির্মাণের বিষয়ে উপজেলা প্রশাসন বলছে, সেতু নির্মাণের বিষয়ে স্থানীয়দের করা আবেদনপত্র পেয়েছেন। প্রাথমিক পর্যায়ে সেতু নির্মাণের গুরুত্ব যাচাই করা হচ্ছে।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি সেতুর অভাবে বানার নদের দুই পারের দুই গ্ৰাম তরগাঁও ও সাফাইশ্রী বিচ্ছিন্ন। এর জন্য দুই পারের মানুষের অনেক ভোগান্তিতে পড়তে হয়। তাই এই দুই গ্রামকে সড়কপথে যুক্ত করতে সেতুর দাবি দীর্ঘদিনের।
সেতু বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা এম এ গনি বলেন, নদীর দুই পারের মানুষ কষ্ট করে নৌকায় যাতায়াত করে। সেতুটি তৈরি হলে দুই পারের বাসিন্দাসহ কাপাসিয়া থেকে পাশের নরসিংদী জেলার মনোহরদী পর্যন্ত মানুষের চলাচলে ব্যাপক পরিবর্তন আসবে।
স্থানীয় বাসিন্দা মো. মনির হোসেন বলেন, প্রতিদিন সাফাইশ্রী থেকে তরগাঁও যেতে নদটি নৌকায় পার হয় অনেক মানুষ। এতে সময় যেমন নষ্ট হয়, তেমনি খরচও বেড়ে যায়। তাই যৌক্তিক দাবি নিয়ে তাঁদের আজকের মানববন্ধন। এলাকার প্রবীণ রেনু মিয়া বলেন, এলাকাবাসীর বহু দিনের চাওয়া সেখানে একটি সেতু হবে। এলাকাবাসী কাপাসিয়া সদরে সহজে আসা-যাওয়া করতে পারবেন। এ নিয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে কিন্তু কাজ হয়নি।
মানববন্ধনে অংশ নেওয়া আরিফুল ইসলাম বলেন, অর্থনৈতিকভাবে ব্যাপক সম্ভাবনাময় কাপাসিয়ার দুই পাড়ের মানুষের মধ্যে যোগসূত্র স্থাপন করতে সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘আমরা আগেই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এখানে সেতু তৈরির জন্য আবেদন পেয়েছি। প্রাথমিক পর্যায়ে সেখানে সেতু তৈরির গুরুত্ব যাচাই করা হচ্ছে। পরে এ-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪