আনিসুল ইসলাম, কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৭৯টি। এগুলোর মধ্যে ৩২টি বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। এ ছাড়া বেশ কিছু বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী, উপজেলার পরিত্যক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ধানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ হয়ে পড়েছে দরদরিয়া, আনজাব পেওরাইট, হরিমঞ্জুরী, দক্ষিণগাঁও, আমরাইদ, কোটবাজালিয়া, পাঁচুয়া বর্জাপুর, নবীপুর, পাঁচুয়া পূর্বপাড়া ও তরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এ ছাড়া দিঘীরকান্দা ম্যানেজড, ডাওরা জেবি, চর আলিনগর, আড়ালিয়া দক্ষিণপাড়া, চন্ডাল হাতা, বিষ্ণুপুর, কড়িহাতা, রাউৎকোনা, রাণীগঞ্জ, চাকৈল, বেগুনহাটি, চাঁদপুর, খিরাটী, চেংনা বালিকা, ধরপাড়া, রায়েদ পূর্বপাড়া, ছাটারব, তেঁতুলেশ্বর, ভিটিপাড়া কাজলদিঘী, ঘাগটিয়া চালা এবং কান্দানিয়া মো. সাহাজ উদ্দিন মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সরেজমিনে জানা যায়, উপজেলা সদরের হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সেমিপাকা টিনশেড ঘর করা হয়েছিল ১৯৮২ সালে। বর্তমানে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ২০০০ সালে ছয় কক্ষের একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। এই ভবনের চারটি কক্ষে বর্তমানে পাঠদান চলে। একটি কক্ষ অফিস, অপরটি কম্পিউটার ল্যাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সন্মানিয়া ইউনিয়নের ধানদিয়া মামুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সালে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। সেই ভবনটি তিন বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে পাশে টিনশেড ঘর মেরামত করে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন জানান, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৪১৬ জন। শ্রেণিকক্ষ-সংকটে দুই শিফটে ভাগ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এতে এক কক্ষে গাদাগাদি করে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। এভাবে ২২ বছর ধরে চলছে। নতুন ভবনের বিষয়ে আশ্বাস মিললেও বাস্তবায়িত হয়নি।
ধানদিয়া মামুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মো. তৌমুরুজ্জামান বলেন, ‘ভবনের অভাবে খুব কষ্ট করে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হচ্ছে। বহুদিন ধরে এই অবস্থায় চলছে। জায়গা সংকুলান না হওয়ায় অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট সংখ্যা ১৭৯। এগুলোর মধ্যে ২৫টি বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। আর জরুরি ভিত্তিতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রয়োজন সাতটি বিদ্যালয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যার কথা তুলে ধরে চিঠি ও তথ্য পাঠিয়েছি। আশ্বাস পেয়েছি, খুব শিগগির নতুন ভবন নির্মাণকাজ শুরু করা হবে।’
আনসার উদ্দীন আরও জানান, উপজেলার হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় একই চত্বরে অবস্থিত। জমি নিয়ে সমস্যা থাকায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মাণে দেরি হয়েছে। তবে বর্তমানে জমি নিয়ে দ্বন্দ্ব সমাধান হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৭৯টি। এগুলোর মধ্যে ৩২টি বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। এ ছাড়া বেশ কিছু বিদ্যালয়ের ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী, উপজেলার পরিত্যক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ধানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ হয়ে পড়েছে দরদরিয়া, আনজাব পেওরাইট, হরিমঞ্জুরী, দক্ষিণগাঁও, আমরাইদ, কোটবাজালিয়া, পাঁচুয়া বর্জাপুর, নবীপুর, পাঁচুয়া পূর্বপাড়া ও তরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এ ছাড়া দিঘীরকান্দা ম্যানেজড, ডাওরা জেবি, চর আলিনগর, আড়ালিয়া দক্ষিণপাড়া, চন্ডাল হাতা, বিষ্ণুপুর, কড়িহাতা, রাউৎকোনা, রাণীগঞ্জ, চাকৈল, বেগুনহাটি, চাঁদপুর, খিরাটী, চেংনা বালিকা, ধরপাড়া, রায়েদ পূর্বপাড়া, ছাটারব, তেঁতুলেশ্বর, ভিটিপাড়া কাজলদিঘী, ঘাগটিয়া চালা এবং কান্দানিয়া মো. সাহাজ উদ্দিন মোড়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সরেজমিনে জানা যায়, উপজেলা সদরের হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সেমিপাকা টিনশেড ঘর করা হয়েছিল ১৯৮২ সালে। বর্তমানে সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ২০০০ সালে ছয় কক্ষের একটি দোতলা ভবন নির্মাণ করা হয়। এই ভবনের চারটি কক্ষে বর্তমানে পাঠদান চলে। একটি কক্ষ অফিস, অপরটি কম্পিউটার ল্যাব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সন্মানিয়া ইউনিয়নের ধানদিয়া মামুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১০ সালে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। সেই ভবনটি তিন বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমানে পাশে টিনশেড ঘর মেরামত করে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন জানান, বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৪১৬ জন। শ্রেণিকক্ষ-সংকটে দুই শিফটে ভাগ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। এতে এক কক্ষে গাদাগাদি করে ক্লাস করতে হয় শিক্ষার্থীদের। এভাবে ২২ বছর ধরে চলছে। নতুন ভবনের বিষয়ে আশ্বাস মিললেও বাস্তবায়িত হয়নি।
ধানদিয়া মামুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মো. তৌমুরুজ্জামান বলেন, ‘ভবনের অভাবে খুব কষ্ট করে শিক্ষার্থীদের পাঠদান দেওয়া হচ্ছে। বহুদিন ধরে এই অবস্থায় চলছে। জায়গা সংকুলান না হওয়ায় অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে গেছে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট সংখ্যা ১৭৯। এগুলোর মধ্যে ২৫টি বিদ্যালয় অধিক ঝুঁকিপূর্ণ। এই প্রতিষ্ঠানগুলোতে নতুন ভবন নির্মাণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। আর জরুরি ভিত্তিতে ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রয়োজন সাতটি বিদ্যালয়ে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যার কথা তুলে ধরে চিঠি ও তথ্য পাঠিয়েছি। আশ্বাস পেয়েছি, খুব শিগগির নতুন ভবন নির্মাণকাজ শুরু করা হবে।’
আনসার উদ্দীন আরও জানান, উপজেলার হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চবিদ্যালয় একই চত্বরে অবস্থিত। জমি নিয়ে সমস্যা থাকায় প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মাণে দেরি হয়েছে। তবে বর্তমানে জমি নিয়ে দ্বন্দ্ব সমাধান হয়েছে। দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪