ভক্তদের ভালোবাসা বুঝতে পারছেন মেসি
নিজের শেষ বিশ্বকাপে বেশ ছন্দে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপে গোল, অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে এগিয়ে নিচ্ছেন দুরন্ত গতিতে। দারুণ ছন্দে থাকা মেসি ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিনিয়তই। এক প্রতিবেদককে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক হয়ে পড়েছেন আবেগাপ্লুত।