কাঁচা মরিচ রোদে শুকিয়ে রাখেন, বর্ষাকালে দাম বাড়লে খাবেন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্ষাকালে কাঁচা মরিচের খেতে কেউ মরিচ তুলতে যেতে পারে না। কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে। সবাইকে আহ্বান করব এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকিয়ে রাখেন, বর্ষাকালে যখন দাম বাড়বে তখন সেখান থেকে খাওয়া যাবে। একটু পানি লাগলেই তাজা হয়ে যায়, রান্না করে খাওয়া যায়, সহজ