সাকিবের বোলিং কলকাতার জন্য ‘বোনাস’ মনে করেন মুডি
বোলার সাকিব আল হাসান আইপিএলে যতটা দারুণ, ব্যাটার হিসেবে তেমন ভালো কিছু করতে পারেননি তিনি। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দরাবাদ—গল্পটা একই। তবে টম মুডির মতে, বাংলাদেশের এই অলরাউন্ডারের বোলিং এবার কলকাতার জন্য হবে ‘বোনাস’।