ক্রীড়া ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় একটু দেরিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। প্রথমবার আইপিএল খেলতে যাওয়া লিটন এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে কলকাতার একাদশে সুযোগ পেতে লিটনের প্রতিদ্বন্দ্বী রহমানুল্লাহ গুরবাজ।
প্রথম এবারের আইপিএলে দুই ম্যাচেই ওপেনিং করেছেন গুরবাজ। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিলেন ১৬ বলে ২২ রান। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করেছেন ৪৪ বলে ৫৭ রান। গুরবাজের সঙ্গে দুই ম্যাচে ওপেনিংয়ে জুটি বেধেছেন মানদীপ সিং ও ভেঙ্কটেশ আয়ার। কলকাতার ভারতীয় এই দুই ওপেনার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাছাড়া জেসন রয়ের মতো আরও এক বিদেশি ওপেনার আছেন কলকাতায়।
গুরবাজ, রয় ছাড়াও লিটনের এবারের প্রতিদ্বন্দ্বী আন্দ্রে রাসেল, সুনীল নারাইন। যেখানে পাঞ্জাবের বিপক্ষে রাসেল ঝোড়ো ফিফটি করেছেন। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নারাইন নিয়েছেন ২ উইকেট। চার বিদেশি ক্রিকেটার খেলানোয় বাংলাদেশের এই ব্যাটারের সুযোগ পাওয়া তুলনামূলক কঠিন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সুযোগ পেলেও পেতে পারেন লিটন। সেক্ষেত্রে কোনো দলকে চারের কম বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে হবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে গতকাল। আইপিএল খেলতে আগামীকাল বিমানে ভারত যাচ্ছেন লিটন। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’ অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন এবারের আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। সাকিব আর লিটনকে কেনে কলকাতা আর দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মোস্তাফিজকে। তবে কদিন আগে ২০২৩ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। আর দিল্লি তিন ম্যাচ খেললেও এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি মোস্তাফিজ।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থাকায় একটু দেরিতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন লিটন দাস। প্রথমবার আইপিএল খেলতে যাওয়া লিটন এবার খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে কলকাতার একাদশে সুযোগ পেতে লিটনের প্রতিদ্বন্দ্বী রহমানুল্লাহ গুরবাজ।
প্রথম এবারের আইপিএলে দুই ম্যাচেই ওপেনিং করেছেন গুরবাজ। মোহালিতে পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছিলেন ১৬ বলে ২২ রান। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করেছেন ৪৪ বলে ৫৭ রান। গুরবাজের সঙ্গে দুই ম্যাচে ওপেনিংয়ে জুটি বেধেছেন মানদীপ সিং ও ভেঙ্কটেশ আয়ার। কলকাতার ভারতীয় এই দুই ওপেনার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। তাছাড়া জেসন রয়ের মতো আরও এক বিদেশি ওপেনার আছেন কলকাতায়।
গুরবাজ, রয় ছাড়াও লিটনের এবারের প্রতিদ্বন্দ্বী আন্দ্রে রাসেল, সুনীল নারাইন। যেখানে পাঞ্জাবের বিপক্ষে রাসেল ঝোড়ো ফিফটি করেছেন। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নারাইন নিয়েছেন ২ উইকেট। চার বিদেশি ক্রিকেটার খেলানোয় বাংলাদেশের এই ব্যাটারের সুযোগ পাওয়া তুলনামূলক কঠিন। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে সুযোগ পেলেও পেতে পারেন লিটন। সেক্ষেত্রে কোনো দলকে চারের কম বিদেশি খেলোয়াড় নিয়ে খেলতে হবে।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হয়েছে গতকাল। আইপিএল খেলতে আগামীকাল বিমানে ভারত যাচ্ছেন লিটন। আজকের পত্রিকাকে তিনি বলেছেন, ‘আজকে যাচ্ছি না এটা সত্য। তবে আমি জানিয়েই যাব।’ অবশ্য লিটনের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ না হলেও আগামীকাল আইপিএল খেলতে ঠিকই রওনা হবেন তিনি। সূত্র বলেছে, ‘আগামীকাল বিমানের সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে একটি ফ্লাইটে আইপিএল খেলতে রওনা দেবেন লিটন।’
বাংলাদেশ থেকে এবারই সর্বোচ্চ তিনজন ক্রিকেটার সুযোগ পেয়েছিলেন এবারের আইপিএলে। তাঁরা হলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। সাকিব আর লিটনকে কেনে কলকাতা আর দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মোস্তাফিজকে। তবে কদিন আগে ২০২৩ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। আর দিল্লি তিন ম্যাচ খেললেও এখন পর্যন্ত খেলার সুযোগ পাননি মোস্তাফিজ।
গুঞ্জনই সত্যি হলো শেষ পর্যন্ত। ৯ বছর পর আবারও জাতীয় হকি দলের ডেরায় ফিরলেন আ ন ম মামুন উর রশীদ। আসন্ন এএইচএফ কাপে হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। যেখানে তার সহকারী হিসেবে মশিউর রহমান বিপ্লব ও ট্রেইনার হিসেবে থাকছেন আলমগীর ইসলাম।
৫ মিনিট আগেসিরিজ শেষ হয়ে গেছে, কিন্তু ‘কনকাশন বদলি’ বিতর্ক এখনো শেষ হয়নি! এ নিয়ে এবার মুখ খুলেছেন সুনীল গাভাস্কার। ভারতের এই সাবেক অধিনায়ক ধুয়ে দিয়েছেন ভারতের টিম ম্যানেজমেন্টকে। ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের বদলি হিসেবে পেসার হর্ষিত রানাকে নেওয়াটা অন্যায় বলেও মনে করেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেটানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। তবে চট্টগ্রাম পর্বে রাজশাহীর কাছে হার দিয়ে শুরু করে টানা পাঁচ ম্যাচ হেরে বিপিএল থেকে বিদায় নিতে হলো তাদের। এলিমিনেটর ম্যাচে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সের মতো তারকা ক্রিকেটারদের খেলিয়েও জয়ের দেখা পায়নি..
১ ঘণ্টা আগেএক দিনে দুই ম্যাচ খেললেন, নজরকাড়া পারফরম্যান্সও করেছেন অসাধারণ। ঠিক যেন রোবটের মতো করে দেখালেন সবকিছু! সকালে কলম্বোয় সেঞ্চুরি করে ফ্লাইটে আবার দুবাইয়ে গিয়ে সন্ধ্যায় আইএল টি-টোয়েন্টি খেলা বেশ কঠিনই হওয়ার কথা। শ্রীলঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা সে কাজটি করেছেন বেশ অনায়াসে।
২ ঘণ্টা আগে