লোকসভা নির্বাচন: মোদির ৪০০ আসনের স্বপ্নে বাগড়া দিতে পারে দক্ষিণের রাজ্যগুলো
টানা দুই মেয়াদে থাকা এনডিএর মুখ মোদি ম্যাজিকের ধার অনেকটা কমে গেছে। এবারের নির্বাচনে এনডিএর সাফল্য আর শুধুই নরেন্দ্র মোদির ভাবমূর্তির ওপর নির্ভর করছে না। ফলে নির্বাচনী প্রচারে মোদি ‘এবার ৪০০ পার’ করার ডাক দিলেও ভোটাররা কতটা সাড়া দেবেন সেটি, লক্ষ্য পূরণের ম্যাজিক আর মোদির হাতে নেই! এনডিএর ভাগ্য নির্ধ