করোনার টিকায় সুরক্ষা এত কম কেন?
দীর্ঘদিন বিশ্বে টিকে থাকা রোগ থেকে সুরক্ষিত থাকতে টিকার ওপর মানুষের নির্ভরতা অনেক দিনের। এই নির্ভরতা ঠিক কোন মাত্রায়, তা এই করোনা মহামারি বুঝিয়ে দিয়েছে। কিন্তু করোনার যে টিকাগুলো এসেছে, সেগুলোর কোনোটিরই কার্যকারিতা বেশি দিনের নয়। এখন পর্যন্ত আবিষ্কৃত অন্য রোগের টিকার তুলনায় তা একেবারেই কম।