Ajker Patrika

দ্বীপ দেশ টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত

আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ০২: ০১
দ্বীপ দেশ টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত

মহামারির শুরুর পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ টোঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের খবর শুনে টিকা কেন্দ্রে ভিড় করছে দেশটির জনগণ।

দুই ডোজ টিকা নেওয়া এক ব্যক্তি প্রত্যাবাসন ফ্লাইটে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর তার শরীরে সংক্রমণ ধরা পরে।

টোঙ্গার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী সিয়ালে আকাউ ওলা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, টোঙ্গার আক্রান্ত ওই নাগরিক অক্টোবরের মাঝামাঝি টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন আর তিনি গুরুতর অসুস্থ হননি।

ইতিমধ্যে দেশটির প্রধানমন্ত্রী পোহিভা তু ই ওনেতোয়া জনগণকে সতর্ক করেছে। তিনি সতর্ক করে বলেছেন আগামী সপ্তাহ থেকে টোঙ্গার প্রধান দ্বীপ টঙ্গেটাপুর বাসিন্দারা সম্ভাব্য লকডাউনের মুখোমুখি হতে পারেন ।

বিসিবির প্রতিবেদনে বলা হয়েছে, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে একটি প্রত্যাবাসন ফ্লাইটে দেশে ফেরা ২১৫ জনের মধ্যে সংক্রমিত ওই ব্যক্তিও ছিলেন। ওই ফ্লাইটে থাকা অন্যান্যদের মধ্যে টোঙ্গার অলিম্পিক টিমের সদস্যরাও ছিলেন। টোকিও অলিম্পিকের পর থেকে তারা ক্রাইস্টচার্চে আটকা পড়ে ছিলেন।

এদিকে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটি ছাড়ার আগে করা পরীক্ষায় ওই ব্যক্তির ফল নেগেটিভ এসেছিল। 

কিন্তু টোঙ্গার কর্তৃপক্ষ বলেছে, বাধ্যতামূলকভাবে পরিচালিত আইসোলেশনে থাকাকালে বৃহস্পতিবার করা রুটিন পরীক্ষায় তার ফল পজিটিভ আসে।

প্রধানমন্ত্রী তু’ই’ওনেতোয়া বলেছেন,আমাকে দ্রুত লকডাউন না দেওয়ার ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে কারণ কেউ আক্রান্ত হওয়ার পর ভাইরাসটি ছোঁয়াচে অবস্থায় পৌঁছতে তিন দিনেরও বেশি সময় নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত