Ajker Patrika

আজ ১৯ কেন্দ্রে দেওয়া হবে করোনার টিকা

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৯: ১৯
আজ ১৯ কেন্দ্রে দেওয়া হবে করোনার টিকা

স্বাস্থ্য অধিদপ্তরের জুম (ভার্চুয়াল) মিটিংয়ের নির্দেশনা মোতাবেক আজ শনিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি সব কমিউনিটি ক্লিনিকে রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের করোনার ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। উপজেলার ১৯টি কমিউনিটি সেন্টারে একযোগে এই টিকা দেওয়া হবে।

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আজ শনিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি ১৯টি কমিউনিটি ক্লিনিকে কোভিড-১৯ এর ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

শুধুমাত্র রেজিস্ট্রেশন করা ব্যক্তিদের টিকা দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ৫০০ জন ব্যক্তিকে এই টিকা দেওয়া হবে। টিকা নিতে হলে রেজিস্ট্রেশন কারিদের অনলাইনে আবেদন কার্ডের ২ কপি সঙ্গে আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত হাসপাতালে প্রথম ডোজ ৬১ হাজার ৫৮৭ জনকে ও দ্বিতীয় ডোজ ৩৯ হাজার ৭০৫ জনকে টিকা দেওয়া হয়েছে।’

উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কেন্দ্র গুলো হচ্ছে ১ নম্বর জলমা ইউনিয়নের ঘোলা কমিউনিটি ক্লিনিক, পুটিমারি কমিউনিটি ক্লিনিক ও ছঘরিয়া কমিউনিটি ক্লিনিক। ২ নম্বর বটিয়াঘাটা সদর ইউনিয়নের খলশিবুনিয়া কমিউনিটি ক্লিনিক, উষা কমিউনিটি ক্লিনিক ও মাইলমারা কমিউনিটি ক্লিনিক। ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়নের দেবিতলা কমিউনিটি ক্লিনিক ও কায়েমখোলা কমিউনিটি ক্লিনিক।

৪ নম্বর সুরখালী ইউনিয়নের বুনারাবাদ কমিউনিটি ক্লিনিক, গরিয়াডাঙ্গা কমিউনিটি ক্লিনিক, সুন্দরমহল কমিউনিটি ক্লিনিক ও রায়পুর কমিউনিটি ক্লিনিক। ৫ নম্বর ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালিডাঙ্গা কমিউনিটি ক্লিনিক ও কুলটিয়া কমিউনিটি ক্লিনিক।

৬ নম্বর আমিরপুর ইউনিয়নের নারায়ণপুর কমিউনিটি ক্লিনিক ও কড়িয়া কমিউনিটি ক্লিনিক কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। ৭ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়নের বুজবুনিয়া কমিউনিটি ক্লিনিক, ধাদুয়া কমিউনিটি ক্লিনিক ও হাজী মনোয়ারা জাহাঙ্গীর সিসি কমিউনিটি ক্লিনিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত