ঢাকায় ৫০০ নিমগাছ লাগালেন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম
একটি গাছ ৫০ বছরে গড়ে যে উপাদান ও সেবা দেয়, তার আর্থিক মূল্য বিবেচনা করলে গিয়ে দাঁড়াবে প্রায় ৪০ লাখ টাকার অঙ্কে। একটি গাছ এক বছরে ১০টি এসির সমপরিমাণ শীতলতা দেয়, ৭৫০ গ্যালন বৃষ্টির পানি শোষণ করে, ৬০ পাউন্ড ক্ষতিকর গ্যাস বাতাস থেকে শুষে নেয়। আর সেটা যদি নিম