পুরোনো চেহারায় বিশ্ব
করোনার ভয়াবহ ধরন ডেলটার চেয়ে অন্তত তিনগুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন। ওমিক্রন আক্রান্ত ব্যক্তির অবস্থা ডেলটার মতো এতটা সংকটজনক হওয়ার প্রমাণ না থাকলেও কঠোর বিধিনিষেধের দিকে ঝুঁকছে বিশ্ব। শীত, বড়দিনসহ নানা উৎসবের মৌসুম হওয়ায় সাবধানতা একটু বেশি, যা করোনার প্রথম দিককার কড়াকড়ির কথা স্মরণ করিয়ে দিচ্ছে।