করোনাভাইরাসের ডেলটা ধরন থেকে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ কম। যুক্তরাজ্যের লন্ডন ইম্পিরিয়াল কলেজের এক গবেষণায় গতকাল বুধবার এমনটি বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় বলা হয়, ‘সামগ্রিকভাবে আমরা ডেলটা থেকে ওমিক্রনের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমার সুযোগ পাচ্ছি।’ ডিসেম্বরের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ওমিক্রন ধরন ডেলটার চেয়ে বেশি তীব্রতর কি না, তা জানতে আরও তথ্যের প্রয়োজন। প্রায় এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের ধরন শনাক্ত হয়।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমাদের কাছে যে তথ্য ছিল, তাতে বোঝা যায় যে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম।
তবে এটিকে শেষ তথ্য মানতে নারাজ কেরখোভ। এ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা এই ধরনকে অবশ্যই ঝুঁকিপূর্ণ জনসংখ্যার মধ্যে যথেষ্টভাবে এখনো সংক্রমিত হতে দেখিনি। আমরা মানুষকে সতর্ক থাকতে বলেছি। আমরা দেশগুলোকেও সতর্ক থাকতে বলেছি।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক গবেষণায়ও বলা হয়েছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। পাশাপাশি ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকিও কম ।
করোনাভাইরাসের ডেলটা ধরন থেকে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৪০ থেকে ৪৫ শতাংশ কম। যুক্তরাজ্যের লন্ডন ইম্পিরিয়াল কলেজের এক গবেষণায় গতকাল বুধবার এমনটি বলা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পিসিআর টেস্টের তথ্য বিশ্লেষণ করে গবেষণায় বলা হয়, ‘সামগ্রিকভাবে আমরা ডেলটা থেকে ওমিক্রনের সংক্রমণে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমার সুযোগ পাচ্ছি।’ ডিসেম্বরের ১ থেকে ১৪ তারিখ পর্যন্ত গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ওমিক্রন ধরন ডেলটার চেয়ে বেশি তীব্রতর কি না, তা জানতে আরও তথ্যের প্রয়োজন। প্রায় এক মাস আগে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রনের ধরন শনাক্ত হয়।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমাদের কাছে যে তথ্য ছিল, তাতে বোঝা যায় যে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কম।
তবে এটিকে শেষ তথ্য মানতে নারাজ কেরখোভ। এ নিয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমরা এই ধরনকে অবশ্যই ঝুঁকিপূর্ণ জনসংখ্যার মধ্যে যথেষ্টভাবে এখনো সংক্রমিত হতে দেখিনি। আমরা মানুষকে সতর্ক থাকতে বলেছি। আমরা দেশগুলোকেও সতর্ক থাকতে বলেছি।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক গবেষণায়ও বলা হয়েছে, করোনার ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনের ভয়াবহতা কম। পাশাপাশি ডেলটা ধরনের চেয়ে ওমিক্রনে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তি ও অন্যান্য রোগে আক্রান্তের ঝুঁকিও কম ।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৭ ঘণ্টা আগে