Ajker Patrika

পুরোনো চেহারায় বিশ্ব

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০: ১৩
পুরোনো চেহারায় বিশ্ব

করোনার ভয়াবহ ধরন ডেলটার চেয়ে অন্তত তিনগুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে ওমিক্রন। ওমিক্রন আক্রান্ত ব্যক্তির অবস্থা ডেলটার মতো এতটা সংকটজনক হওয়ার প্রমাণ না থাকলেও কঠোর বিধিনিষেধের দিকে ঝুঁকছে বিশ্ব। শীত, বড়দিনসহ নানা উৎসবের মৌসুম হওয়ায় সাবধানতা একটু বেশি, যা করোনার প্রথম দিককার কড়াকড়ির কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

গতকাল থেকে কোয়ারেন্টিনহীন বিমান টিকিটের বুকিং বাতিল করে দিয়েছে সিঙ্গাপুর। অস্ট্রেলিয়া টিকা উৎপাদন ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে। হংকংও আগামী মাস থেকে কয়েকটি দেশের সঙ্গে ফ্লাইট বাতিলের পরিকল্পনা করছে। গতকাল থেকে ওমিক্রন স্থানীয়ভাবে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জাপান।

এদিকে ওমিক্রন ঠেকাতে প্রস্তুতি নিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আহ্বান জানানোর এক দিন পর গতকাল ধরনটি নিয়ে সতর্ক করেছেন ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের পরিচালক রণদীপ গুলেরিয়া। ওমিক্রনের বিস্তার কমাতে টিকা কার্যক্রম বাড়াতে এবং সাধারণ করোনা নির্দেশিকা মেনে চলতে আহ্বান জানিয়েছেন তিনি। দেশটিতে ২ ডিসেম্বর প্রথম ওমিক্রন শনাক্তের পর গত মঙ্গলবার হয়েছে ২১৩ জনের। ওমিক্রন পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত