Ajker Patrika

প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৩০
প্রথম দেশ হিসেবে করোনা টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছেই। করোনা থেকে বাঁচতে বুস্টার ডোজের দিকে আগাচ্ছে অনেক দেশ। এর মধ্যে চতুর্থ ডোজ টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইসরায়েল। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ইসরায়েল বলছে, ওমিক্রনের প্রভাবে যেন করোনার নতুন ঢেউ আছড়ে না পড়ে, সেই লক্ষ্যেই চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মহামারি বিশেষজ্ঞরা ৬০ বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। তিনি দেশটির কর্মকর্তাদের এ ব্যাপারে প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন। 

উল্লেখ্য, স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটে। এর পরই করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানা গেল। 

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেশটিতে করোনার নতুন ধরন ওমিক্রনে কমপক্ষে ৩৪০ জন শনাক্ত হয়েছেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুসারে ইসরায়েলে ১৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে এবং ৮ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত