Ajker Patrika

বিশ্বের ১০৬ দেশে ছড়িয়েছে ওমিক্রন: ডব্লিউএইচও

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১: ৫৮
বিশ্বের ১০৬ দেশে ছড়িয়েছে ওমিক্রন: ডব্লিউএইচও

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। ডব্লিউএইচও জানিয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়েছে বিশ্বের ১০৬টি দেশে। 

ডব্লিউএইচও বলছে, ওমিক্রনের সংক্রমণ দ্রুত বাড়ছে। গত এক সপ্তাহে সারা বিশ্বে যত নমুনার জিন বিন্যাস বিশ্লেষণ করা হয়েছে, তার ৯৬ শতাংশ ছিল ডেলটা। আগের সপ্তাহে এই হার ছিল ৯৯ দশমিক ২ শতাংশ। আর ওমিক্রনের হার এই এক সপ্তাহে শূন্য দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ১ দশমিক ৬ শতাংশ হয়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ বলেছেন, ‘আমরা দেখতে পাচ্ছি, আরেকটি ঝড় আসছে। সরকারগুলোর উচিত প্রস্তুতি নেওয়া।’

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৮১৫ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৮৫ হাজার ১৬ জনের। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ কোটি ৮০ লাখ ২৮ হাজার ৬৩৯ জন। 

উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম শনাক্ত হয়। এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মধ্যে অন্তত ৩৮টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। বিশেষ করে রাশিয়া ও তুরস্কে এই ধরন নিয়ে সতর্ক করেছে ডব্লিউএইচও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত