ভোটে ফেল, পরীক্ষায় বাজিমাত
শিক্ষার কোনো বয়স নাই, চলো সবাই স্কুলে যাই—এমন স্লোগান অহরহ শোনা গেলেও কাজে দেখা যায় কম। তবে এমনটাই করে দেখিয়েছেন ৪০ বছর বয়সী দুর্গাপুর উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের ফরিদা বেগম। সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বড়ইল-বাদইল, গোপালপাড়া ও আনোলিয়া ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্যপদে প্রত