পাকিস্তানের ‘শক্তি’ চার বছর আগেই বুঝতে পেরেছেন কুলদীপ
ম্যানচেস্টার থেকে কলম্বো-মাঝে কেটে গেছে ৪ বছর। মাঝের চার বছরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হয়নি কুলদীপ যাদবের। তাছাড়া পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএল না খেলায় তাঁদের (পাকিস্তানি ক্রিকেটার) শক্তি, দুর্বলতা বোঝাটা কুলদীপের জন্য কিছুটা কঠিনই বটে। আর সেই কুলদীপের ঘূর্ণিতেই গতকাল পাকিস্তান রীতিমতো