Ajker Patrika

মাসসেরা ক্রিকেটার হওয়াতেও রেকর্ড বাবরের  

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ০১
মাসসেরা ক্রিকেটার হওয়াতেও রেকর্ড বাবরের  

বাবর আজম মানেই যেন রেকর্ড। ব্যাটিংয়ে পাল্লা দিয়ে একের পর এক রেকর্ড তো তিনি করছেনই, পাশাপাশি পুরস্কার জয়ের ক্ষেত্রেও রেকর্ড গড়ছেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে তৃতীয়বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন পাকিস্তানি অধিনায়ক।

২০২৩-এর আগস্টের মাসসেরা হয়েছেন বাবর। স্বদেশি শাদাব খান ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ছিলেন বাবরের প্রতিদ্বন্দ্বী। আগস্টের সেরা ক্রিকেটার হয়ে উচ্ছ্বসিত পাকিস্তান অধিনায়ক বলেন, ‘২০২৩-এর আগস্টের মাসসেরা হয়ে বেশ আনন্দিত। গত মাস আমার দলের জন্য অসাধারণ কেটেছে। আমি, দল সবাই দুর্দান্ত খেলেছি। দীর্ঘদিন পর পাকিস্তানে এশিয়া কাপ ফিরেছে। মুলতান ও লাহোরে ক্রিকেটপ্রেমী দর্শকদের সামনে খেলা অনেক আনন্দের ছিল। মুলতানে ১৫০ রান আমার আনন্দ অনেক বাড়িয়ে দিয়েছে।’ 

গত মাসে বাবরের নেতৃত্বে আফগানিস্তানকে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে পাকিস্তান। তাতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও টানা দুই ম্যাচে ফিফটি করেছেন। এরপর নেপালের বিপক্ষে ১৫১ রানের ঝোড়ো এক ইনিংস খেলেছেন তিনি। আগস্টে ৬৬ গড় ও ৯২.৩০ স্ট্রাইকরেটে চার ওয়ানডেতে করেছেন ২৬৪ রান। আগস্টে বাবরের মতো শাদাব খেলেছেন চার ওয়ানডে। ৪.৪০ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। আর নিকোলাস পুরান ভারতের বিপক্ষে খেলেছেন পাঁচ টি-টোয়েন্টি। ৫ ম্যাচে ৩৫.২ গড় ও ১৪১.৯৩ স্ট্রাইকরেটে করেছেন ১৭৬ রান। ভারতের বিপক্ষে ৩-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। 

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে দ্রুততম ২০০০ রানের রেকর্ডও গড়ে ফেলেছেন বাবর। পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটারের লেগেছে ৩১ ইনিংস। কোহলির এই রেকর্ড গড়তে লেগেছিল ৩৬ ইনিংস। এই তালিকায় বাবর-কোহলির পরেই আছেন এবি ডি ভিলিয়ার্স ও মাইকেল ক্লার্ক। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ডি ভিলিয়ার্স ও ক্লার্কের লেগেছিল ৪১ ও ৪৭ ইনিংস। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাবরের এখন পর্যন্ত রান ২০২১। কোহলি, ডি ভিলিয়ার্স ও ক্লার্ক করেছেন ৫৪৪৯,৪৭৯৬ ও ২৭৪৫ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত