Ajker Patrika

শ্রীলঙ্কার ঘূর্ণিজাদুতে নাকাল কোহলি-রোহিতরা 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ২৯
শ্রীলঙ্কার ঘূর্ণিজাদুতে নাকাল কোহলি-রোহিতরা 

পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা উত্তাপ না ছড়াক, তবু একটা মানসিক চাপ তো ছিলই। সেই চাপ কাটিয়ে ওঠার জন্য একদিনও সময় মেলেনি। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিলকে দেখে অবশ্য এটা বোঝার উপায় ছিল না। 

আজ শ্রীলঙ্কার বিপক্ষে দুজনের ব্যাটে ভারতের শুরুটা হয়েছিল দারুণ। রানও উঠছিল তরতর করে। যদিও একপ্রান্তে রোহিতের চেয়ে একটু রয়েসয়ে ছিলেন গিল। তবে ইনিংসটা বড় করতে পারেননি। দুজনের ৮০ রানের জুটিও ভেঙেছে গিলের বিদায়ে। ২৫ বলে ১৯ রান করে আউট হয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েল্লালেগের বলে বোল্ড হয়েছেন। 

গিলের পর রোহিতকেও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি দুনিথ। ভারত অধিনায়ককে গিলের মতোই বোল্ড করে ফিরিয়েছেন ব্যক্তিগত ৫৩ রানে। রোহিতের ৪৮ বলের ইনিংসটি ৭ চার ও ২ ছক্কায় সাজানো। ভারতকে সবচেয়ে বড় ধাক্কা দুনিথ দিয়েছেন বিরাট কোহলিকে ফিরিয়ে। আগের দিন পাকিস্তান বোলারদের তুলোধুনো করে ওয়ানডে ক্যারিয়ারের ৪৭ তম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। 

তবে আজ সেই 'মুডে' দেখা যায়নি কোহলিকে। ৩ রান করতে ১১ বল খেলেছেন। ১২ তম বলে দুনিথের বলে দাসুন শানাকাকে ক্যাচ দিয়ে ফিরেছেন। তিন ডান হাতি ব্যাটারকেই শিকারে পরিণত করেছেন তরুণ বাঁহাতি স্পিনার দুনিথ। দারুণ ওপেনিং জুটির পর ১১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারত। এখান থেকে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছেন পাকিস্তানের বিপক্ষে আরেক সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। তাঁর সঙ্গে আছেন ইশান কিষান। এই প্রতিবেদন লেখার সময় ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১৩ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত