রিজার্ভ ডের ‘সুবিধা’ নিতে গিয়ে অবশ্য আরেকটা জায়গায় ভালোই ধকল নিতে হচ্ছে ভারতকে। ভারত-পাকিস্তান ম্যাচ গতকাল রিজার্ভ ডেতে গড়ানোয় কোনো বিশ্রাম ছাড়াই আজ তাদের আবার মাঠে নামছে ভারত। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
টানা তিন দিন খেলার ধকল নিয়ে রোহিত বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে এই চ্যালেঞ্জগুলো সামনে আসবে। দল ও ক্রিকেটার হিসেবে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।’ বোঝাই যাচ্ছে, টানা খেলার চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। শ্রীলঙ্কার অবশ্য এই সমস্যা নেই। সুপার ফোরে তারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে গত ৯ সেপ্টেম্বর। মাঝে দুই দিনের বিরতি পেয়েছে লঙ্কানরা। টসের সময় শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, শক্তিশালী ভালো একটা ম্যাচের আশা করছেন তারা। আগে ব্যাটিং করতে চেয়েছিলেন তিনিও।
সুপার ফোরে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই একটি করে জয়। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় মানসিকভাবে চাঙা রাখবে ভারতকেও। এই সংস্করণে সব মিলিয়ে টানা ১৩ ওয়ানডেতে লঙ্কানদের কেউ পরাজয়ের স্বাদ দিতে পারেনি। এই অপরাজেয় যাত্রার প্রথমে থাকা অস্ট্রেলিয়া থেকে এখনো অবশ্য বেশ পিছিয়ে শ্রীলঙ্কা। ২০০৩ সালে সবচেয়ে বেশি টানা ২১ ম্যাচ জিতেছে অজিরা। যৌথভাবে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা।
চোট সমস্যা নেই শ্রীলঙ্কা দলে। তবে ধনঞ্জয়া ডি সিলভার টানা ব্যর্থতা কিছুটা চিন্তার বটে। তরুণ সাদিরা সামারাবিক্রমা অবশ্য ব্যাটিং লাইনআপে প্রাণ দিয়েছেন। ভারতীয় দলে কিছু চোট সমস্যা থাকলেও লোকেশ রাহুলের দুর্দান্ত ফেরা তাদের জন্য স্বস্তির। আজ চোখ থাকবে অবশ্য ভারত লঙ্কানদের জয়যাত্রা থামাতে পারে কি না, সেদিকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
রিজার্ভ ডের ‘সুবিধা’ নিতে গিয়ে অবশ্য আরেকটা জায়গায় ভালোই ধকল নিতে হচ্ছে ভারতকে। ভারত-পাকিস্তান ম্যাচ গতকাল রিজার্ভ ডেতে গড়ানোয় কোনো বিশ্রাম ছাড়াই আজ তাদের আবার মাঠে নামছে ভারত। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
টানা তিন দিন খেলার ধকল নিয়ে রোহিত বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে এই চ্যালেঞ্জগুলো সামনে আসবে। দল ও ক্রিকেটার হিসেবে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।’ বোঝাই যাচ্ছে, টানা খেলার চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। শ্রীলঙ্কার অবশ্য এই সমস্যা নেই। সুপার ফোরে তারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে গত ৯ সেপ্টেম্বর। মাঝে দুই দিনের বিরতি পেয়েছে লঙ্কানরা। টসের সময় শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, শক্তিশালী ভালো একটা ম্যাচের আশা করছেন তারা। আগে ব্যাটিং করতে চেয়েছিলেন তিনিও।
সুপার ফোরে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই একটি করে জয়। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় মানসিকভাবে চাঙা রাখবে ভারতকেও। এই সংস্করণে সব মিলিয়ে টানা ১৩ ওয়ানডেতে লঙ্কানদের কেউ পরাজয়ের স্বাদ দিতে পারেনি। এই অপরাজেয় যাত্রার প্রথমে থাকা অস্ট্রেলিয়া থেকে এখনো অবশ্য বেশ পিছিয়ে শ্রীলঙ্কা। ২০০৩ সালে সবচেয়ে বেশি টানা ২১ ম্যাচ জিতেছে অজিরা। যৌথভাবে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা।
চোট সমস্যা নেই শ্রীলঙ্কা দলে। তবে ধনঞ্জয়া ডি সিলভার টানা ব্যর্থতা কিছুটা চিন্তার বটে। তরুণ সাদিরা সামারাবিক্রমা অবশ্য ব্যাটিং লাইনআপে প্রাণ দিয়েছেন। ভারতীয় দলে কিছু চোট সমস্যা থাকলেও লোকেশ রাহুলের দুর্দান্ত ফেরা তাদের জন্য স্বস্তির। আজ চোখ থাকবে অবশ্য ভারত লঙ্কানদের জয়যাত্রা থামাতে পারে কি না, সেদিকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১১ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১১ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১৩ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১৩ ঘণ্টা আগে