Ajker Patrika

ধকল নয়, চ্যালেঞ্জের ম্যাচে আগে ব্যাটিংয়ে ভারত 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০৫
ধকল নয়, চ্যালেঞ্জের ম্যাচে আগে ব্যাটিংয়ে ভারত 

রিজার্ভ ডের ‘সুবিধা’ নিতে গিয়ে অবশ্য আরেকটা জায়গায় ভালোই ধকল নিতে হচ্ছে ভারতকে। ভারত-পাকিস্তান ম্যাচ গতকাল রিজার্ভ ডেতে গড়ানোয় কোনো বিশ্রাম ছাড়াই আজ তাদের আবার মাঠে নামছে ভারত। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। 

টানা তিন দিন খেলার ধকল নিয়ে রোহিত বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে এই চ্যালেঞ্জগুলো সামনে আসবে। দল ও ক্রিকেটার হিসেবে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।’ বোঝাই যাচ্ছে, টানা খেলার চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। শ্রীলঙ্কার অবশ্য এই সমস্যা নেই। সুপার ফোরে তারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে গত ৯ সেপ্টেম্বর। মাঝে দুই দিনের বিরতি পেয়েছে লঙ্কানরা। টসের সময় শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, শক্তিশালী ভালো একটা ম্যাচের আশা করছেন তারা। আগে ব্যাটিং করতে চেয়েছিলেন তিনিও। 

সুপার ফোরে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই একটি করে জয়। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় মানসিকভাবে চাঙা রাখবে ভারতকেও। এই সংস্করণে সব মিলিয়ে টানা ১৩ ওয়ানডেতে লঙ্কানদের কেউ পরাজয়ের স্বাদ দিতে পারেনি। এই অপরাজেয় যাত্রার প্রথমে থাকা অস্ট্রেলিয়া থেকে এখনো অবশ্য বেশ পিছিয়ে শ্রীলঙ্কা। ২০০৩ সালে সবচেয়ে বেশি টানা ২১ ম্যাচ জিতেছে অজিরা। যৌথভাবে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা। 

চোট সমস্যা নেই শ্রীলঙ্কা দলে। তবে ধনঞ্জয়া ডি সিলভার টানা ব্যর্থতা কিছুটা চিন্তার বটে। তরুণ সাদিরা সামারাবিক্রমা অবশ্য ব্যাটিং লাইনআপে প্রাণ দিয়েছেন। ভারতীয় দলে কিছু চোট সমস্যা থাকলেও লোকেশ রাহুলের দুর্দান্ত ফেরা তাদের জন্য স্বস্তির। আজ চোখ থাকবে অবশ্য ভারত লঙ্কানদের জয়যাত্রা থামাতে পারে কি না, সেদিকে। 

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ। 

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত