ক্ষতিকর ‘কমন প্লেকো’ মাছ  মিলল ঈশ্বরগঞ্জের খালে
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মাছটি অনেক সময় সাকার মাউথ ক্যাটফিশের সঙ্গে অনেকে গুলিয়ে ফেললেও মূলত এটি ‘কমন প্লেকো’ বা লিওপার্ড প্লেকো (চিতা প্লেকো) নামে পরিচিত। এটি প্রকৃতপক্ষে ব্রাজিলের আমাজন নদী এবং পেরু অঞ্চলের স্থানীয় প্রজাতি। এগুলো সাধারণত জলাশয়ের তলদেশে বাস করে। তবে জলাশয়ে দ্রবীভূত অক