Ajker Patrika

ঈশ্বরগঞ্জে অচল মহাসড়ককে সচল করতে পুলিশের উচ্ছেদ অভিযান

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৯: ১৫
Thumbnail image

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জে মহাসড়কের ওপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে নেমেছে থানা-পুলিশ। আজ শনিবার বিকেল ৪টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া। 

এর আগে 'বাজারে অচল মহাসড়ক ' শিরোনামে গত ২৬ অক্টোবর আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে উপজেলা প্রশাসন ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুরে ইউএনও মোসাম্মৎ হাফিজা জেসমিন মহাসড়কের ওপর এসব দোকানপাট বসানোর অপরাধে মামলা দিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয় এবং মহাসড়কের ওপর থেকে এসব অবৈধ দোকানপাট সরানোর জন্য সব ব্যবসায়ীদের সতর্ক করে দেয়।

এরপর আজ বিকেলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া মহাসড়কের ওপর থেকে এসব দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেন। অভিযানে মহাসড়ক ঘেঁষে  দুপাশের সব দোকানপাট সরিয়ে দেওয়া হয়। 

এ বিষয়ে ওসি বলেন, মহাসড়ক ঘেঁষে শাকসবজিসহ ফলমূল নিয়ে বসার কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়। অভিযান পরিচালনা করে এসব দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও ব্যবসায়ীদের মহাসড়ক ঘেঁষে দোকানপাট না বসানোর জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত