Ajker Patrika

ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি, আটক ১

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৭: ১৪
ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি,  আটক ১

ঈশ্বরগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার চর শঙ্কর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহজনকভাবে মোবারক হোসেন (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল সোমবার ওই যুবককে থানায় নিয়ে যান ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) উমর ফারুক।

ঈশ্বরগঞ্জ পল্লি বিদ্যুতের এজিএম নাদিম হোসেন বলেন, ‘বিদ্যুতের খুঁটি থেকে ১৫ কেভিএর ৭৩ হাজার টাকা মূল্যের একটি ট্রান্সফরমারের ভেতরের যন্ত্রাংশ চুরি হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে গিয়ে দেখতে পাই, এলাকাবাসী স্থানীয় এক যুবককে সন্দেহজনকভাবে আটক করেছে। পরে পুলিশ নিয়ে যায়।’

এ বিষয়ে স্থানীয় অধিবাসী সোহেল মিয়া, জুলহাস উদ্দিনসহ কয়েকজন জানান, এলাকায় চুরির ঘটনায় তাঁকে অসংখ্যবার শাস্তি দেওয়া হয়েছে। তবে চুরির অভিযোগ অস্বীকার করেছেন মোবারক।

জানতে চাইলে পুলিশের এসআই উমর ফারুক বলেন, ‘ওই যুবককে আশপাশে ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাঁকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’ অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত