Ajker Patrika

মহাসড়কে উচ্ছেদ অভিযান

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ৫১
Thumbnail image

আঞ্চলিক মহাসড়কের দুই পাশ দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযানে নেমেছে ঈশ্বরগঞ্জ থানা–পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া।

থানা–পুলিশ জানায়, আঞ্চলিক মহাসড়ক দখল করে শাক-সবজি ও ফলমূল নিয়ে বসেন বিক্রেতারা। আবার ক্রেতারাও ওই সড়কের ওপর দাঁড়িয়েই ঝুঁকি নিয়ে কেনেন ওই সব পণ্য। এতে একদিকে যেমন সড়কে তৈরি হয় তীব্র যানজট অন্যদিকে বাড়ে প্রাণ সংশয়ের শঙ্কা। বিশেষ করে, সপ্তাহের সোমবার এবং শুক্রবার হাট বসে মহাসড়ক ঘেঁষে। ওই দিন যানবাহন দূরের কথা, হেঁটে চলাও দুষ্কর হয়ে পড়ে।

তাই অবৈধ এসব স্থাপনা উচ্ছেদে অভিযান শুরুর সিদ্ধান্ত নেয় থানা–পুলিশ। এরই অংশ হিসেবে গতকাল এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, মহাসড়ক ঘেঁষে শাক-সবজিসহ ফলমূল নিয়ে বসার কারণে সড়কে তীব্র যানজট তৈরি হয়।

অভিযান পরিচালনা করে এসব দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীদের মহাসড়ক ঘেঁষে দোকানপাট না বসানোর জন্য সতর্ক করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘বাজারে অচল মহাসড়ক’ শিরোনামে গত ২৬ অক্টোবর আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি নজরে উপজেলা প্রশাসন ও ঈশ্বরগঞ্জ থানা–পুলিশের।

এর পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে ইউএনও মোসা. হাফিজা জেসমিন মহাসড়কের ওপর এসব দোকানপাট বসানোর অপরাধে মামলা দিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন দেয় এবং মহাসড়কের ওপর থেকে এসব অবৈধ দোকানপাট সরাতে ব্যবসায়ীদের সতর্ক করে দেন।

এ সময় ইউএনও মোসা. হাফিজা জেসমিন জানান, মহাসড়কের ওপর অবৈধ স্থাপনা, যত্রতত্র গাড়ি পার্কিং ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর দায়ে ১০ মামলায় ১০ জনকে ৮ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত