ঈদের টিভি অনুষ্ঠানে অঞ্জন দত্ত
পশ্চিমবঙ্গের গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তর অনেক ভক্ত আছেন বাংলাদেশেও। এ দেশের অঞ্জনভক্তদের জন্য সুখবর থাকছে ঈদে। মাছরাঙা টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চ্যানেলটির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ হাজির থাকবেন তিনি। বলবেন তাঁর দীর্ঘ কর্মময় জীবনের অনেক অজানা কথা।