দেখছেন বেশি কিনছেন কম
‘বিকেল গড়াতে চলল, এখন পর্যন্ত বিসমিল্লাহ করতে পারলাম না। কাস্টমার আসতেছে। কিন্তু কিনতেছে না। দেখে চলে যাচ্ছে।’ বলছিলেন রাজধানীর বসুন্ধরা সিটি বিপণিবিতানের সার্ক বাজারের স্বত্বাধিকারী বশির আহমেদ। রমজানের প্রথম শুক্রবার যে রকম বেচাবিক্রির প্রত্যাশা ছিল, তার কানাকড়িও পূরণ না হওয়ায় আক্ষেপ ঝরছিল তাঁর কথা