রমজান মাসের আনন্দ বাড়িয়ে তুলতে মেগা ঈদ সেলের আয়োজন করেছে ইশো। সব ধরনের কালেকশন ও পণ্যে থাকছে শতকরা ২৫ ভাগ পর্যন্ত ছাড়। বর্তমানে আধুনিক লাইফস্টাইল ও বৈশ্বিক ডিজাইনের সমার্থক হয়ে উঠেছে ব্র্যান্ডটি।
৫ এপ্রিল থেকে ইশোর মেগা সেল শুরু হচ্ছে। ক্রেতারা www.isho.com অথবা এর চারটি স্টোরের যেকোনোটি থেকে কেনাকাটা করতে পারবেন। সম্প্রতি মোহাম্মদপুরে চালু হয়েছে ইশোর নতুন এক্সপেরিয়েন্স সেন্টার।
২২ এপ্রিল পর্যন্ত চলবে ইশোর ঈদ সেল। এ নিয়ে সম্প্রতি ভিডিও সিরিজও প্রচার করা শুরু করেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে রমজান মাসে লিভিং, ডাইনিং ও বেডরুম স্পেসকে সাজিয়ে তোলার অনুপ্রেরণা পাবেন দর্শকেরা। ক্রেতাদের কেনাকাটাকে সহজ করে তোলার জন্য এই ভিডিওগুলোতে ইশোর সব ক্যাটাগরির পণ্যকে তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে আছে নতুন মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন এবং ইশোর বৈচিত্র্যময় লাইফস্টাইল এক্সেসরিজ।
এ ছাড়া, আধুনিক গিফটিং প্ল্যাটফর্ম কিউরেটর সঙ্গে মিলিতভাবে তিনটি বিশেষ রমজান গিফট বক্স চালু করেছে ব্র্যান্ডটি।
এ ছাড়া আধুনিক বাড়ির জন্য বিশেষভাবে ডিজাইন করা, লিমিটেড-এডিশন চার নারী সিরিজ বাজারে আনতে প্রখ্যাত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার সঙ্গে মিলিতভাবে কাজ করেছে ব্র্যান্ডটি। চারটি কুশনের এই কালেকশনটি শিল্পীর দৃষ্টিতে বাংলাদেশের উল্লেখযোগ্য চার শ্রেণির নারীকে তুলে ধরেছে। নিজেদের বাড়ি বা অফিসকে যারা সাজিয়ে তুলতে চান, তাদের জন্য এই কালেকশন হতে পারে একটি চমৎকার সমাধান।
ক্রেতারা বিশেষ গিফট কার্ডও বেছে নিতে পারেন। ১০০ টাকার বেশি যেকোনো পরিমাণে এই কার্ড কাস্টমাইজ করা যাবে।
ইশোর সমৃদ্ধ ক্যাটালগে আছে ৫০ টির বেশি কালেকশনে ৪ হাজার ৫০০ বেশি পণ্য। এর প্রতিটি পণ্যই গ্রাহককে দেবে বৈশ্বিক লাইফস্টাইলের স্বাদ।
রমজান মাসের আনন্দ বাড়িয়ে তুলতে মেগা ঈদ সেলের আয়োজন করেছে ইশো। সব ধরনের কালেকশন ও পণ্যে থাকছে শতকরা ২৫ ভাগ পর্যন্ত ছাড়। বর্তমানে আধুনিক লাইফস্টাইল ও বৈশ্বিক ডিজাইনের সমার্থক হয়ে উঠেছে ব্র্যান্ডটি।
৫ এপ্রিল থেকে ইশোর মেগা সেল শুরু হচ্ছে। ক্রেতারা www.isho.com অথবা এর চারটি স্টোরের যেকোনোটি থেকে কেনাকাটা করতে পারবেন। সম্প্রতি মোহাম্মদপুরে চালু হয়েছে ইশোর নতুন এক্সপেরিয়েন্স সেন্টার।
২২ এপ্রিল পর্যন্ত চলবে ইশোর ঈদ সেল। এ নিয়ে সম্প্রতি ভিডিও সিরিজও প্রচার করা শুরু করেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে রমজান মাসে লিভিং, ডাইনিং ও বেডরুম স্পেসকে সাজিয়ে তোলার অনুপ্রেরণা পাবেন দর্শকেরা। ক্রেতাদের কেনাকাটাকে সহজ করে তোলার জন্য এই ভিডিওগুলোতে ইশোর সব ক্যাটাগরির পণ্যকে তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে আছে নতুন মন্টপেলিয়ার লাক্সারি কালেকশন এবং ইশোর বৈচিত্র্যময় লাইফস্টাইল এক্সেসরিজ।
এ ছাড়া, আধুনিক গিফটিং প্ল্যাটফর্ম কিউরেটর সঙ্গে মিলিতভাবে তিনটি বিশেষ রমজান গিফট বক্স চালু করেছে ব্র্যান্ডটি।
এ ছাড়া আধুনিক বাড়ির জন্য বিশেষভাবে ডিজাইন করা, লিমিটেড-এডিশন চার নারী সিরিজ বাজারে আনতে প্রখ্যাত চিত্রশিল্পী কনক চাঁপা চাকমার সঙ্গে মিলিতভাবে কাজ করেছে ব্র্যান্ডটি। চারটি কুশনের এই কালেকশনটি শিল্পীর দৃষ্টিতে বাংলাদেশের উল্লেখযোগ্য চার শ্রেণির নারীকে তুলে ধরেছে। নিজেদের বাড়ি বা অফিসকে যারা সাজিয়ে তুলতে চান, তাদের জন্য এই কালেকশন হতে পারে একটি চমৎকার সমাধান।
ক্রেতারা বিশেষ গিফট কার্ডও বেছে নিতে পারেন। ১০০ টাকার বেশি যেকোনো পরিমাণে এই কার্ড কাস্টমাইজ করা যাবে।
ইশোর সমৃদ্ধ ক্যাটালগে আছে ৫০ টির বেশি কালেকশনে ৪ হাজার ৫০০ বেশি পণ্য। এর প্রতিটি পণ্যই গ্রাহককে দেবে বৈশ্বিক লাইফস্টাইলের স্বাদ।
বিগত সময়ের অগ্রগতি পর্যালোচনা এবং ১০ বছর মেয়াদি একাডেমিক মাস্টারপ্ল্যানের ভিত্তিতে ভবিষ্যতের কৌশল নির্ধারণে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ দুই দিনব্যাপী এক কৌশলগত সম্মেলনের আয়োজন করেছে।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে অনুষ্ঠিত হলো এনআরবিসি ব্যাংক পিএলসির টাউন হল মিটিং। আজ শনিবার (২৬ জুলাই) শহরের একটি অভিজাত হোটেলে এই মিটিং আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেএনবিআর চেয়ারম্যান বলেন, অনেক সফটওয়্যার এবং ডেটা কালেকটিভ এজেন্সি আছে, যেগুলোর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে কোন পণ্যের কত দাম, তা খুব সহজে জানা সম্ভব। ব্যাংকগুলো এলসি (ঋণপত্র) খোলার সময় কত দামে এলসি খুলছে, আর আন্তর্জাতিক বাজারে ওই পণ্যের দাম কত, একটু দেখে নিলেই তা জানতে পারে। ওভার ইনভয়েসিং ও আন্ডার
৯ ঘণ্টা আগেবাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় (বাণিজ্য সংগঠন -২) থেকে এক পত্রে সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিল করে মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মুস্তাফিজুর রহমানকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
১০ ঘণ্টা আগে