Ajker Patrika

ঈদের কেনাকাটা

জীবনধারা, ডেস্ক
ঈদের কেনাকাটা

অনলাইন অর্ডারে মূল্যছাড়
ঈদ আরও বেশি উৎসবমুখর ও রঙিন করে তুলতে এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করেছে রঙ বাংলাদেশ। পাখির রং থিমে তৈরি হয়েছে এবারের সব সংগ্রহের নকশা উপাদান। রঙ বাংলাদেশ এবার পোশাকের নকশায় গুরুত্ব দিয়েছে দেশের সংস্কৃতি, ধর্মীয় আবহ, সময়, প্রকৃতি, আবহাওয়া এবং আন্তর্জাতিক ট্রেন্ডকে।

পোশাক তৈরি হয়েছে আরামদায়ক কাপড়ে। সব বয়সের মানুষের পোশাক পাওয়া যাবে রঙ বাংলাদেশে। রয়েছে পরিবারের সবার জন্য ম্যাচিং পোশাক। ফলে পরিবারের সবাই একই থিমের পোশাক পরে উদ্‌যাপন করতে পারবেন এবারের ঈদ উৎসব। ১৫ শতাংশ ছাড়ে ঈদি গিফট ভাউচার, অনলাইন অর্ডারে নির্দিষ্ট পণ্যে ২০ শতাংশ মূল্যছাড়সহ অনেক রকম অফার পাওয়া যাবে রঙ বাংলাদেশে। পাওয়া যাবে হোম ডেলিভারির সুবিধা। আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে রঙ বাংলাদেশের সব পণ্য।

ছবি: সারাতারুণ্য়ের ‘ঢেউ’
শুধু ওয়েস্টার্ন পোশাক নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে ‘সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। সারার সব আউটলেট ও সোশ্যাল প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এর সব কালেকশন। এটি নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য পোশাক তৈরি করবে। কাস্টমাইজড ফেব্রিকস ও প্যাটার্নের বৈচিত্র্য এর মূল শক্তি। সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি হয়েছে এর পোশাক। পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ থেকে ৩ হাজার টাকার মধ্যে। আউটলেটের পাশাপাশি সারার ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এ ছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও পাওয়া যাবে অর্ডার করা পণ্য।

ছবি: এ হাকিম ট্রেডার্স পর্দা, সোফা ও কুশন কভার
এ হাকিম ট্রেডার্স ক্রেতাদের জন্য ঈদ উপলক্ষে দেশি-বিদেশি কাপড়ের পর্দা, সোফা এবং গাড়ির সিট ও কুশন কভার এনেছে। রুচিসম্মত পর্দা ও সোফার কভার তৈরির অর্ডার নিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া এখানে পাওয়া যাবে রেডিমেড পর্দা। পাইকারি ক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের জন্যও আছে পছন্দসই পণ্য কেনার সুযোগ। ঈদের চার দিন আগ পর্যন্ত পাইকার ও সাধারণ ক্রেতাদের জন্য থাকবে বিশেষ সুযোগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত