আশিকুর রহমানের পরিচালনায় স্মৃতিস্মারকে তৌসিফ-ফারিণ
‘যদি আমি না থাকি’, ‘এ দেখা না-ই বা হতো’, ‘অ-সুখ’, ‘বিভ্রান্তি’, ‘সাদা প্রাইভেট’ নাটকগুলো জনপ্রিয়তা পেলেও নিয়মিত নির্মাণে পাওয়া যায় না পরিচালক আশিকুর রহমানকে। তবে বিশেষ দিবসে চেষ্টা করেন দর্শকদের জন্য নতুন নাটক নিয়ে আসতে। এবার ঈদুল ফিতর উপলক্ষে আশিকুর রহমান নির্মাণ করেছেন ‘স্মৃতিস্মারক’ নামের নাটক।