ঢাকার মধ্যেই কষ্ট দিতে পারে যানজট
ঈদযাত্রায় রাজধানী ঢাকা থেকে বের হওয়ার পথের যানজটও হতে পারে বাড়িমুখী মানুষের ভোগান্তির বড় কারণ। সায়েদাবাদ-যাত্রাবাড়ী-দোলাইরপাড়, গুলিস্তান, বাবুবাজার, বিমানবন্দর থেকে টঙ্গী, টেকনিক্যাল থেকে গাবতলীর যানজট বাড়ি ফেরার শুরুতেই মানুষকে দুর্ভোগে ফেলার আশঙ্কা তৈরি করেছে। আবার রাজধানীর সব প্রবেশমুখের যানজটও ব