কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ইয়াবা পাচারের দায়ে কক্সবাজারে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আরেক আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় ঘোষণা করেন।